গত ২৩ নভেম্বর/২০২০ নওগাঁ জেলার পোরশা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও নওগাঁ-১(পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: নাজমুল হামিদ রেজার সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের চেয়াম্যান জনাব শাহ্ মঞ্জুর মোরশেদ চেীধুরী ও পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ¦ মো: মোফাজ্জল হোসেন মোল্লা।
উদ্বোধনীর শুরুতেই কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাহফুজ আলম। তিনি তার বক্তব্যে বলেন, কৃষি উন্নয়নে প্রযুক্তির হস্তান্তরে কৃষক প্রশিক্ষনের কোন বিকল্প নাই। বর্তমানে কৃষির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে কৃষিতে যান্তিকীকরণ ও আধুনিক প্রযুক্তির আরো বিকাশ ঘটাতে হবে, আর এজন্য প্রয়োজন প্রযুক্তি নির্ভর প্রশিক্ষন। তাই আধুনিক প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে যুগোপযুগী প্রশিক্ষন প্রদান করে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তিতে রুপান্তর করা সম্ভব। তাই আধুনিক প্রশিক্ষন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সর্বাত্বক সহযোগীতার জন্য মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ জানান।
প্রধান অতিথি মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের উন্নয়নে কাজ করে চলেছেন। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি হিসাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা মোতাবেক কৃষকদের হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। যার ফলে ফসলের উৎপাদন ব্যয় কমেছে, যার সুফল পাচ্ছে কৃষক। সরকার ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঝে প্রদান করে চলেছেন। তিনি আরো বলেন, কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষনের বিকল্প নেই। তাই কৃষকদের সময়উপযোগী ও যথার্থ প্রশিক্ষন প্রদানের জন্য কৃষি বিভাগের প্রতি উদাত্ব আহবান জানান।
নবনির্মিত ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ প্রায় ১১০০ জন কৃষক-কিষাণী উপস্থিত ছিলেন। সমুগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো: আখতারুল ইসলাম।